সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


পাপ : সোলায়মান দেওয়ান


প্রকাশিত:
২ অক্টোবর ২০২১ ২১:০১

আপডেট:
৬ অক্টোবর ২০২১ ০১:০৭

 

ভাল লাগার স্বপ্ন তুমিই ভেংগেছিলে
আমি তো গড়েছিলাম অহর্নিষ,
জীবন বাজি রেখে যে মধু এনেছিলাম
তুমি বলেছিলে, এ সাপের বিষ!

আকন্ঠ পুকুরে ডুবে যে মালা তুলেছিলাম
তুমি তাতে দেখেছিলে সাপ,
বন্ধু হব বলে যেদিন তোমায় ছুঁয়েছিলাম
তুমি বলেছিলে, এ তো পাপ!

সাপের সাথে আমার বন্ধুত্ব ছিল অনেক দিন
পাপ আমাকে কাছে টানে,
পাপের পেয়ালায় চুমুক দিয়েছি কত
নিবারণ রাত তা জানে।

পাপ করব না বলে সন্যাসীও হয়েছিলাম
ছিল পরশ পাথরের আশা,
পথ ভুলে এক পথে কত না ঘুরেছি
সেখানে সাপ বেঁধেছিল বাসা।

নিটোল পুকুরের নীল পদ্ম পাতায়
চাঁদের জ্যোতস্না ঝরে পড়ে,
জীবনের পূর্ণতা পাওয়ার আকাংখায়
সাপ আর পাপ খেলা করে।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top