সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


আন্তর্জাতিক  মাতৃভাষা  দিবস : নূরহাসনা  লতিফ


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১৭

আপডেট:
১৮ মে ২০২৪ ২২:৫৭

 

ফেব্রুয়ারী  চিহ্নিত  ভাষার  মাস  নামে
একুশ  স্বীকৃত আন্তর্জাতিক  ভাষা  দিবসে।
ভাষার  জন্য বাঙালির  প্রাণ  বিসর্জন
সেই ভাষাই  এনেছে  বিশ্বায়নে জাগরণ।
আমাদের  বেড়েছে  ভাষার  দায়ভার
সুরক্ষা  করতে  হবে  প্রানের  ভাষা  বাংলার।
শুদ্ধ  উচ্চারণে,শুদ্ধ  ভাষায়  কথা
আঞ্চলিক  দুষণমুক্ত শুদ্ধ  ভাষায়  লেখা।
বাংলা  ভাষা  সমৃদ্ধির  লক্ষে
অন্য  ভাষার  বইগুলো অনুদিত  হবে বাংলাতে
আবার বাংলায়  লেখা  বইগুলো  অনুবাদ  করে
পরিচিত  করা  হবে  বিশ্বের  দরবারে।
ভাষা  তৈরি  করেছে  বাঙালির  দুর্লভ  ইতিহাস
বাংলা ভাষাই   বাঙালির  আশা ভরসা  অভিলাষ।
বাংলা  ভাষার  সার্থক  চেতনা  চিন্তা
ছিনিয়ে  এনেছে ৭১এর  স্বাধীনতা।

 

নূর হাসনা লতিফ
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top