দহন : সোলায়মান দেওয়ান


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২২ ০০:০৮

আপডেট:
৫ এপ্রিল ২০২২ ০০:০৯

 

যে জ্বলে সেই জানে
কতটুকু পুড়েছিল আগুনে,
যে কাঁদে সেই বোঝে
কি কষ্ট পুষেছিল গোপনে।

যার যায় সেই জানে
কতটা শূন্যতা পড়ে আছে,
যার হারায় সেই বোঝে
কতটুকু ক্ষতি হয়ে গেছে।

যে পাখি ঘর ছেড়ে হঠাৎ
নিরুদ্দেশ হয়ে গেলো,
কি রকম ঝড়ে তার
আজ সব এলোমেলো।

যে ফুল শুকানোর পরও
নারীর খোঁপাতে থাকে,
কতটা ভালবাসলে চাঁদ
গায়ে কলংক মাখে !

যে মাঝি নিরাশার আঁধারে
ভাসে অকুল দরিয়ায়,
কি বিশাল ঢেউ এলে
তার তরী ভেংগে যায় ?

যার হয়, সেই জানে, সেই বোঝে
সমুদ্রের কাছে ঢেউয়ের গর্জন আর
হাওয়ার শব্দ যত,
জমাট বাঁধা কান্না আকাশের বুকে
ঠিক ভেজা চাঁদের মত।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top