সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বুনোপাখি : শাহনাজ পারভীন


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২২ ২৩:২৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৬:৩৩

 

আমি তাকে বুনোপাখি ডাকি, তাকে ভাবি কলকাকলী
ভরা বসন্তে সে আসে কুহুকুহু ডাকে পাতার আড়ালে
বন বনান্তর কাঁপে বিরহে ঝরা পাতার মর্মর বাজে হৃদয়ের তন্ত্রীতে বারবার

আমি তাকে বুনোপাখি বলি, যেমন বনের ফাঁকে,
লুকিয়ে থাকে নিরালায় বুনোপাখি, মাঝে মাঝে দেয় উঁকি,
সময় অসময়ে দিনরাত্রি বোঝে না সে, বোঝে না সে মর্ম যাতনা কাহারো

আমি তাকে বুনোপাখি ভাবি, যেমন হারিয়ে যায় অবারিত,
খাঁচার বর্ণিল রংয়ে জমকালো জরি বাঁধে না সে পায়ে,
পাখার দাপটে উড়ে চলে নিশিদিন, পেছনে পড়ে থাকে মায়ার বাঁধন

চিন্তায় চেতনে বুনোপাখি তিনি, পৃথিবীর সব মায়া আঁকি,
সব রং, সব সুর, সব প্রেম, ভালোবাসা মাখামাখি!
রচি বারবার মহাকাব্য তাঁর নামে, সে জানে,
আহা পৃথিবী আমি তার, তাই অবহেলে!

আহা বুনোপাখি, যতই উড়িতে চাও পাখার বাহার তোমার
নরম কোমল পালক মাঝে, জড়িয়ে আছে, সব গান,
মায়ামাখা পৃথিবীর পথ,
যথাযথ,
হেঁটে আসে অনন্ত অনাদিকাল

তুমি বুনোপাখি, আমি পুরোপৃথিবী,
চোখ মেলে তোমাকেই দেখি, তুমি ওড়ো বেবাক দেহের ভেতর!
সূর্যের রংয়ে, ঢংয়ে, উত্তাপ, উত্তাল বারেবারে!
নতুন সূর্য হয়েই ধরা দাও চকিত আবার!

 

ড. শাহনাজ পারভীন
কবি, গবেষক, কথাসাহিত্যিক
সম্পাদক: দ্যোতনা, ছড়াঘর। ২২ জুলাই, ২০২১ খ্রি.।

অধ্যক্ষ, তালবাড়ীয়া ডিগ্রি কলেজ, যশোর

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top