প্রাতঃভ্রমণ : রোজীনা পারভীন বনানী
প্রকাশিত:
২৪ আগস্ট ২০২২ ০১:১০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:০৯

একদিন প্রাতঃভ্রমণে
অনেক ভোরের আলোয়
তোমায় দেখেছিলেম—
ঘুমঘুম চোখ, চাঁদপনা মেয়ে
ছাদের রেলিং-এ
ঠেকিয়ে কনুই,
উদাস চেয়েছিলে....
আমার কাছে যতখানি প্রাতঃ ছিল,
ততখানি ছিল না ভ্রমণ—
ভোরের সবুজ সতেজ মন
আর ঠান্ডা হাওয়ার পরশ নিয়ে
দেখছিলাম প্রকৃতির সূক্ষ্ম খুঁটিনাটি:
ভোরের কোলাহল মুখর
পাখিদের মিষ্টি-মধুর খুনসুটি,
নিরিবিলি পথের উপর
ভেজা ঘাসের সাথে
ঝরা বকুলের লুকোচুরি,
ঘুম ভেঙে জেগে গর্ভকেশর
দুলিয়ে দুলিয়ে জবার কুঁড়িদের
গোপন অভিবাদন.....
আমার মতো এ সবই চেয়ে চেয়ে
দেখছিল রাতের শিশির,
হঠাৎ সকল ছিন্ন করে দৃশ্যপটে
তোমার আগমন....
ঘুমঘুম চোখ, চাঁদপনা মেয়ে
তুমি কি আমায় দেখেছিলে?
রোজীনা পারভীন বনানী
ঝিনাইদহ, বাংলাদেশ
বিষয়: রোজীনা পারভীন বনানী
আপনার মূল্যবান মতামত দিন: