ইলিশের ঘ্রাণ : রোজীনা পারভীন বনানী
প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২২ ০১:২৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:০৯

গতকাল আকাশ অন্ধকার করে
বুনো ষাঁড়ের মত বৃষ্টি নেমেছিল...
তার গরু-গম্ভীর তর্জন-গর্জনে
ভেসে গেল সব মাঠ-ঘাট, প্রান্তর
গলি-ঘুচি, রাজপথ--
উঠোনে জমে গেল একহাঁটু জল....
বৃক্ষদের দীর্ঘশ্বাস শুষে নিতেই
শোনা গেল তাদের সহাস্য কলকল্....
তার আসবার কথা ছিল, আসেনি
তাতে একটুও বিরহ সংগীত বাজেনি—
মনে হলো এরচেয়ে
নিজে রন্ধনকৃত খিচুড়ি ও ইলিশ ভাজার ঘ্রাণ
ঢের বেশী শ্রেয়.....
রোজীনা পারভীন বনানী
ঝিনাইদহ, বাংলাদেশ
বিষয়: রোজীনা পারভীন বনানী
আপনার মূল্যবান মতামত দিন: