শারদ কণ্যা : সুব্রত চৌধুরী


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২২ ০১:৩৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৯:৩৯

 

তোমার চোখে নীলের ভেলা
কাশের হাসি ঠোঁটে,
সিল্কি চুলে হাওয়ায় দুলে
শারদ শিউলি ফোটে।

তোমার মনে সৌরভ ছড়ায়
ভালোবাসার রঙ্গন,
প্রজাপতি পাখা মেলে
শারদ সুখের অঙ্গন।

তোমার খোঁপায় শিউলি মালা
আলতা রাঙা পায়ে,
শারদ খুশে ঘুরে বেড়াও
সুজন মাঝির নায়ে ।

তোমার গায়ে শারদ শাড়ি
আঁচল ওড়ে হাওয়ায়,
আগমনীর সুরে মাতো
গোবর লেপা দাওয়ায়।
——————————

 

সুব্রত চৌধুরী
ছড়াকার
আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top