একটা বিকেল দিও আমায়! : সাকিব জামাল
প্রকাশিত:
১ মার্চ ২০২৩ ০৩:২৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৫:৩২
পাখিস্বভাব আমার!
উড়তে চাই, ভীষণ উড়তে চাই
তোমাকে নিয়ে-
এক বিকেল।
তুমি, একটা বিকেল দিও আমায়!
খুব বেশি দূর যাবো না।
শাহবাগ। আজিজ মার্কেট।
চারুকলা। টিএসসি। কার্জন।
যখন, সন্ধ্যারঙ আকাশে লাগবে-
ঠোঁটের চুমুতে চুমুতে,
প্রিয় বৃক্ষের বুকে বানানো-
কোমল কোঠায়
ফিরে আসবো একা!
এক বিকেল স্মৃতির মিউটেশন করে,
আমৃত্যু বেঁচে থাকতে আপত্তি নেই আমার!
তুমি, একটা বিকেল দিও আমায়!
সাকিব জামাল
কবি, গীতিকার (বাংলাদেশ বেতারে নিবন্ধিত) এবং অনুবাদক
বিষয়: সাকিব জামাল
আপনার মূল্যবান মতামত দিন: