সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


ক্ষরণ : রোজী সিদ্দিকী


প্রকাশিত:
১ নভেম্বর ২০১৯ ২১:৪৭

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২৩:৩৩

 

বুঝতে শিখেছি ভালবাসা কি !!
অনুভবের পেশীগুলো পেরেকে ছিদ্র হলে
কতদুরে হাড় স্পর্শ করে
তোমাকে ভালবেসে বুঝতে পেরেছি ।
পাতালফুঁরি প্রেম- ডুবুরীর উচ্ছল
অন্বেষা বিমর্ষ হয়, অনাকাঙ্ক্ষিত
সীমিত অক্সিজেনে ।
নাগিনীর নীল দংশন--
ধমনীর খুন প্রবাহিত করে শিরায় শিরায়,
দুষিত অম্লজানে--
ভালবাসার নদে ভাসমান প্রেমিক আর
নিস্পন্দ ডুবুরীর নিসাড় দেহ
নদের কতটা গভীরে স্পর্শ করে
বুঝতে শিখেছি তোমাকে ভালবেসে ।
মন-বলাকার শুভ্র পালক
রঞ্জিত হয় মানসীর তীক্ষ্ণ শরে, অনতি দূরে লুণ্ঠিত
কাতর শরীরে দৃশ্যমান
লাল তাজা খুন । তবু নিরঞ্জন চোখে
রক্ত দেখিনা--
তোমাকে ভালবেসে দেখতে ছেয়েছি,
হৃদয়ের এ ক্ষরণ কত গভীর !!

 

রোজী সিদ্দিকী
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top