সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


অবদমন : হাসান মাহমুদ


প্রকাশিত:
৯ নভেম্বর ২০১৯ ০০:০২

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২৩:২৫

 

অবদমনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে
কোন গ্রন্থপাঠ ছাড়াই এই সত্য জেনেছি প্রথম যৌবনে
ফ্রাশনদুরস্ত যুবক-যুবতীই নয়
পড়ন্ত বয়সী মমতাময়ীরাও কেমন ক্রুদ্ধ আর কামনা-কাতর
শ্বাস ফেলে- সে দৃশ্যও দৃষ্টি এড়ায়নি এতটুকু

আজ অপরাহ্নের প্রান্তবর্তী কালে
তোমাকে দর্শন করি ভুগোল বিধিতে
প্রতিবেশী বোন, পাড়ার ছেলেরা খুব কানাকানি করে...
এই ফিসফাস, টুংটাং খুব লজ্জা ডেকে আনে

অনুজের আবদার,
অবদমন ছেড়ে পুরোটাই চেয়ে নাও সময়ের কাছে
নাছোড়ের মতো খুলে ফেল খোলস-বাকল
মানুষ ফেরাতে পারে-- সময় এতোটা কাপুরুষ নয়

 

হাসান মাহমুদ
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top