সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


আর ফিরবো না : রোজী সিদ্দিকী


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০১৯ ০০:৪৩

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২৩:১০

 

আর ফিরবো না তোমার পথের পরে
তাই কি পেরেছি?
পথরাঙ্গা ঐ পথে চাতকের মত ঠিকই
বসে আছি প্রতীক্ষার অঞ্জলি মেলে ।
আর গাইবো না তোমার বন্দনা গীত
তাই কি পেরেছি?
মায়ার আনন তোমার খঞ্জনা করি
করের পরশে সেধেছি সুরের মূর্ছনা ।
আর আঁকবোনা তোমার স্মৃতির ছবি
তাই কি পেরেছি ?
নিঝুম রাতে চন্দ্রালোকে বসি বেদনার
ক্যানভাসে টেনেছি তুলির আঁচড় ।
আর পিয়াবো না তোমার প্রেমের সরাব
তাই কি পেরেছি ?
নেশার বাতাসে ভাসে বিরহের মেঘমালা
প্রভঞ্জনে তাই তুলেছি সুর লহরী ।
আর লিখবো না তোমার বিয়োগ কাব্য
তাই কি পেরেছি?
সিন্ধুর বিরহী নীড়ে চির সখ্যতা গ'ড়ে
রচে গেছি ধীরে প্রেমহীন জীবনালেখ্য ।
তোমার সে পথে কভু ফিরবো না বলে
কখন যে ফিরেছি ,
- এ খেলায় তুমি তো হারোনি, না হয়
আমি হেরেছি !!

 

রোজী সিদ্দিকী
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top