সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


অচেনা : রোজী সিদ্দিকী


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩২

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২১:৪৬

 
অন্তত সৌজন্য রাখতে
জানতে চাইতে কেমন আছি,
অচেনা ছিলে বলে দেখা হত,
প্রয়োজনে,
অপ্রয়োজনেও কথা বলতে
তেমনটা চেনা ছিলে না তাই ।
অচেনা ছিলে বলে-
অদেখা ক্ষনে চিনতে চেয়েছো,
অন্তর ছুঁয়েছো নির্জনে । সময়ের সাথে
এত চেনা হলে কখন জানিনা
যখন ভুলতে চেয়েছো তখন বুঝেছি
তুমি আমার অনেক চেনা ।।
চিনেছো ব'লে পরম অধিকারে
নিশ্চিন্তে ছুঁড়লে বালিয়াড়ির বুকে,
তারপর--
তপ্ত মরুতে হাঁটতে হাঁটতে
ক্লান্ত হয়েছি। ফিরে ফিরে ডেকেছি
তোমাকে, তবু শোননি ।
কেন এত চেনা হলে ?
যদি অচেনাই রয়ে যেতে
শুনতে পেতে মরুর বুকে অসহায়
আর্ত নিনাদ । তবে অচেনা ছিলে
সে-ই তো ভাল,
এত চেনা কেন হলে ?
 
 
রোজী সিদ্দিকী
কবি ও লেখক
 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top