সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


আমি কবি: ড. ফাল্গুনী চক্রবর্তী


প্রকাশিত:
৩ এপ্রিল ২০২০ ০৭:৫১

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২১:৩৩

ড. ফাল্গুনী চক্রবর্তী
 
- একান্তই আমি আমার জন্য কবি।
- কী বললেন?  সহজ নয়...
- সহজিয়ার সব সহজ, প্রাজ্ঞজনের বিবেচনার ধার ধারে না সে।
- অহংকার?
- বটেই তো।  নয় বা কেন?  আমারো রয়েছে সাতরঙা পালকি, মধুকর ডিঙা, আছে ইন্দ্রসভায় নৃত্যের পুরস্কার। 
- ওসব অতীতের।
- বর্তমান পলকে অতীত। অতীত চিরন্তন।
- আমি কবি নই শুধু,  মহাকবি
- হাসছেন?  কী বললেন...?  পাগলের প্রলাপ?
- যখন নাগরিক হৃদয় ফণিমনসার মতো শাখা ছাড়ে
কার্নিশে ঝোলানো অর্কিডের সৌন্দর্যে সমর্পিত
 
তখন ভেতরে বাইরে বিস্তর ব্যবধান
বিভ্রান্ত করে, লভ্যাংশের গরমিল হার্টবিট বাড়ায়
প্লট আর ফ্লাটের দরদামে ব্যস্ত 
" গুড কমেন্ট " আর " সম্মাননা"র জন্যে হন্যে হয়ে ওঠেন
- পুরস্কার পেয়েছি কিনা??  
- আশাও করি নি।
কারণ
নিখিলবিশ্ব আমাকে দিয়েছে অদৃশ্য পুরস্কার।
অমূল্য অতুল্য...
মানবের মাঝে যুক্ত হবার
অযুত প্রাণের নিযুত ভালোবাসায় সিক্ত আমি।
আমি তাই কবি, মহাকবি।
 
 
ড. ফাল্গুনী চক্রবর্তী
কবি ও লেখক
 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top