কারাদণ্ড পাওয়া অস্ট্রেলিয়ান যাজকের পদত্যাগ
প্রকাশিত:
২ আগস্ট ২০১৮ ০০:৪৭
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৫৯

শিশুকে যৌন হয়রানির অভিযোগ ধামাচাপা দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার যাজক ফিলিপ উইলসন।
১৯৭০ সালে এক খ্রিস্টান ধর্মযাজক কর্তৃক এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। সেই ঘটনাটি জেনেও কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে বিষয়টি ধামাচাপা দেন তিনি। সেই অভিযোগে ২০১৮ সালের মে মাসে যাজক উইলসনকে এক বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত।
যৌন হয়রানির অভিযোগ ওঠার পর চলতি বছরে বেশ কয়েকজন যাজক পদত্যাগ করেছেন। তবে আদালতের কাছে বারবার অভিযোগের বিষয়টি অস্বীকার করে আসছেন ফিলিপ উইলসন। এমনকি দোষ প্রমাণ হওয়ার পরেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
চলতি মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল অভিযুক্ত উইলসনকে পদচ্যুত করতে পোপ ফ্রান্সিসের কাছে অনুরোধ জানান। তার জেরেই পদত্যাগ করেন ফিলিপ উইলসন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: