৪০ বছর পর চুরি হওয়া জিনিস ফেরত পেলেন অস্ট্রেলিয়ান এক ব্যক্তি


প্রকাশিত:
১৪ আগস্ট ২০১৮ ১৩:১৩

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৪১

৪০ বছর পর চুরি হওয়া জিনিস  ফেরত পেলেন অস্ট্রেলিয়ান এক ব্যক্তি

অস্ট্রেলিয়ান এক ব্যক্তির সার্ফবোর্ড চুরি হওয়ার ৪০ বছর পর ফেরত এসেছে। পিটার গিলসন নামের ওই ব্যক্তি জানান, তার মা এক হাজার আটশ ডলার জমিয়ে নিউ সাউথ ওয়েলস স্টেটের নিউ ক্যাসেলে ১৯৭০ এর দশকের শেষের দিকে ওই সার্ফবোর্ডটি কিনে দিয়েছিলেন। পরে সেটি তাদের বাড়ির গ্যারেজ থেকে চুরি হয়ে যায়।  



তিনি আরো বলেন, মা অনেক কষ্টে টাকা জমিয়ে ওই সার্ফবোর্ড কিনে দিয়েছিলেন। তাই চুরি হয়ে যাওয়ার পর প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম।



৪০ বছর পর গিলসন ঐতিহ্যশালী সার্ফবোর্ড মেরামতের কাজ শুরু করেন এবং অনলাইনে তার চুরি হয়ে যাওয়া ঘোড়ার ছবি দেওয়া সার্ফবোর্ডটি খুঁজে পান। দেশের পশ্চিম প্রান্তে বসবাসকারী এক ব্যক্তি ছবিটা শেয়ার করেছিলেন।



গিলসন ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বুঝতে পারেন, অনেকবার হাত বদল হওয়ার পর সার্ফবোর্ডটি ওই ব্যক্তির কাছে পৌঁছেছে। তিনি ওই ব্যক্তিকে সার্ফবোর্ডটির পুরনো ছবি দেখিয়ে ঘটনাটি বিস্তারিতভাবে জানান।



গিলসনকে বিনামূল্যে সার্ফবোর্ডটি ফেরত দেন সার্ফবোর্ডটির বর্তমান মালিক। এতে অত্যন্ত খুশি গিলসন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top