অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী থেকে পদত্যাগ করলেন জুলি বিশপ
প্রকাশিত:
২৬ আগস্ট ২০১৮ ১৩:৪৪
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৫৯

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ মন্ত্রণালয় থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্কট মরিসন তার নতুন মন্ত্রিসভা ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন। সে প্রক্রিয়ার অংশ হিসেবে জুলি বিশপের এ পদত্যাগ।
জুলি বিশপ বলেছেন, ২০১৯ সালে সাধারণ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কী না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।
অস্ট্রেলিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সরে দাঁড়ানোর পর ওই শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেন জুলি বিশপ। কিন্তু প্রাথমিক পর্বেই বাদ পড়েন ৬২ বছর বয়সী এ রাজনীতিবিদ। লিবারেল পার্টির উপনেতা হিসেবে ১১ বছর দায়িত্ব পালন করেছেন তিনি। বাদ পড়ায় তিনি এ পদটিও খোয়াতে হয়েছে তাকে
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: