আগামী শুক্রবার পার্লামেন্ট ছাড়বেন ম্যালকম টার্নবুল
প্রকাশিত:
২৯ আগস্ট ২০১৮ ১০:০১
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৩৩

অস্ট্রেলিয়ার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল অবশেষে আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট ছাড়তে যাচ্ছেন আগামী শুক্রবার। নেতৃত্ব নিয়ে কোন্দলের জেরে কয়েক দিন ধরেই নানা নাটকীয়তার মধ্যেই টার্নবুলের পদ হারানোর বিষয়টি গত বৃহস্পতিবার রাতেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল।
গত শুক্রবার সকালে লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনের ভোটাভুটিতে ত্রিমুখী লড়াইয়ে নতুন নেতা নির্বাচিত হন স্কট মরিসন। জানা গেছে, টার্নবুলের ঘনিষ্ঠ সহযোগী তিনি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন এবং পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ছিলেন প্রধানমন্ত্রী নির্বাচনের এ ভোটাভুটিতে মরিসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায়।
দলের অভ্যন্তরীণ ভোটে শেষ পর্যন্ত ৪৫-৪০ ব্যবধানে পিটার ডাটনকে হারিয়ে টার্নবুল সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা মরিসন প্রধানমন্ত্রী পদে জয়লাভ করেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: