অস্ট্রেলিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২৮ এপ্রিল গণসংবর্ধনা


প্রকাশিত:
২১ এপ্রিল ২০১৮ ০১:৩৩

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৯:১৪

অস্ট্রেলিয়া  সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,   ২৮ এপ্রিল গণসংবর্ধনা

২৬ থেকে ২৮ এপ্রিল সিডনিতে অনুষ্ঠিত  ‘গ্লোবাল সামিট অব উইমেন’ সভায় অংশ নিতেই  অস্ট্রেলিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখার নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে তারা প্রধানমন্ত্রীকে বেশ বড় পরিসরে গণসংবর্ধনা দেওয়ার  জন্য প্রস্তুতি শুরু করেছে। আওয়ামী লীগ  অস্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল হক সুত্রে জানা যায় আগামী  ২৮ এপ্রিল সন্ধ্যা ছয়টায় সোফিটেল সিডনি ওয়েটওর্থ হোটেলে এই  গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে । নির্ধারিত আসন সংখ্যার জন্য আমন্ত্রিত অতিথিরা শুধুমাত্র এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারবেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top