অবৈধ অভিবাসী আটকের ঘটনায় অস্ট্রেলিয়ার সমালোচনা করেছে জাতিসংঘ
প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০১৮ ০১:১৯
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৩৬

তিন অভিবাসন প্রত্যাশীকে বিচার বর্হিভূতভাবে বছরের পর বছর আটকে রেখেছে অস্ট্রেলিয়া। এ ঘটনার জেরে দেশটির সরকারের সামলোচনা করেছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বাৎসরিক প্রতিবেদনে বলা হয়েছে, আটক তিনজনের একজনকে কোনো ধরনের অভিযোগ ছাড়াই গত নয় বছর ধরে আটকে রাখা হয়েছে।
বিচারবিহীনভাবে আটকে রাখা ৯২টি কেসস্টাডিকে সবার দৃষ্টিগোচর করে তোলার চেষ্টা করা হয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ওই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়া ছাড়াও আরো বেশ কয়েকটি দেশে এমন চিত্র দেখা গেছে। ওই তালিকায় চীন, লিবিয়া, ইসরায়েল, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, বুরুন্ডি এবং কঙ্গোর নাম রয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: