জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে পারে অস্ট্রেলিয়া


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০১৮ ১০:৪৩

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৪৯

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে  স্বীকৃতি দিতে পারে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে অস্ট্রেলিয়া। এ ছাড়া নিজেদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার বিষয়েও তাদের চিন্তা-ভাবনা রয়েছে।



গত মে মাসে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম সরিয়ে আনে যুক্তরাষ্ট্র। তাদের ওই পদক্ষেপে সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। অস্ট্রেলিয়াও যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করতে যাচ্ছে বলে মনে হচ্ছে।



তবে প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, অস্ট্রেলিয়া ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে দ্বি-জাতি সমাধানের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।



রাজনৈতিক বিরোধীরা বলছেন, জেরুজালেমকে স্বীকৃতির কথা বলে স্কট মরিসন গুরুত্বপূর্ণ উপনির্বাচনের আগে ভোটারদের সাথে ‘প্রতারণামূলক চাতুরি’ বেছে নিয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top