লায়ন এয়ারের ভ্রমণে অস্ট্রেলিয়ার কড়াকড়ি
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০১৮ ১৩:১৭
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৪৯

ইন্দোনেশিয়ার জাভা সাগরে লায়ন এয়ারের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর অস্ট্রেলিয়া সরকার কর্মকর্তা ও ঠিকাদারদের স্বল্প খরচের এই এয়ারলাইন্সে ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে।
জাকার্তা পোস্ট জানায়, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে।
এতে বলা হয়, “লায়ন এয়ারের উড়োজাহাজ ভয়াবহ দুর্ঘটনায় পড়ার কারণে অস্ট্রেলিয়ার সরকারি কর্মকর্তা ও ঠিকাদারদের লায়ন এয়ারের ফ্লাইটে উড্ডয়ন না করার নির্দেশ দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ পরিষ্কার হওয়ার পর তা পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।”
সোমবার জাকার্তা থেকে সুমাত্রার পেংকাল পিনাং শহরে যাওয়ার জন্য উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় লায়ন এয়ারের ফ্লাইট জেটি-৬১০ এর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় উড়োজাহাজটি জাভা সাগরের উপর যেখানে অবস্থান করছিল তার ৩০ থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে পানিতে সেটির ধ্বংসাবশেষ ভাসতে দেখা যায়।
উড়োজাহাজটিতে দুই পাইলট এবং ছয় কেবিন ত্রুসহ মোট ১৮৯ জন আরোহী ছিলেন। তাদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয়ের ২০ কর্মকর্তা ওই উড়োজাহাজে ছিলেন।
উদ্ধারকর্মীরা এরই মধ্যে কয়েকটি মৃতদেহ এবং আরোহীদের ব্যবহৃত বিভিন্ন পণ্য উদ্ধার করেছে। উদ্ধার জিনিসপত্রের মধ্যে ছোট্ট একজোড়া জুতাও রয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: