সিডনিতে মোটর সাইকেল দুর্ঘটনায় বাংলাদেশী তরুনের মৃত্যু


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০১৮ ০৪:০৭

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২০:০২

সিডনিতে মোটর সাইকেল দুর্ঘটনায়   বাংলাদেশী তরুনের মৃত্যু

সিডনিতে  সড়ক দূর্ঘটনায় সাদমান আহমেদ   (২০) নামের বাংলাদেশী বংশোদ্ভূত  এক তরুনের মৃত্যু হয়েছে ( ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহে রাজেউন)। ঘটনার সময়  সাদমান আহমেদ নিজে মোটরবাইক চালাচ্ছিলেন। নিউ সাউথ ওয়েলস পুলিশ গত রাত (৫ ডিসেম্বর, বুধবার) ১১:৫০ মিনিটে ওয়ারউইক ফার্মের সাপ্পো রোডের দুর্ঘটনাস্থল সাদমানকে  আহত অবস্থায় উদ্ধার করে লিভারপুল হাসপাতালে ভর্তি করে। এবং কিছুক্ষন পরে চিকিৎসাধীন অবস্থায় সে  মারা যায়। কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে পুলিশ তদন্ত করছে।



সাদমানের বাবা ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস’র সাবেক সাধারন সম্পাদক আলী আহমেদ মিলন। তিনি অস্ট্রেলিয়া বনফুল রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা ও কর্নধার ছিলেন। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top