করোনার দ্বিতীয় ধাক্কা, অস্ট্রেলিয়ায় উচ্চ সতর্কতা জারি
প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২০ ২৩:১০
আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ০৫:৪১

প্রভাত ফেরী: সাউথ অস্ট্রেলিয়ায় আবারো বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। কতৃপক্ষ বলছে এপ্রিল থেকে দেশটিতে করোনা পরিস্থিতি ভীতিকর এরপর আবার শুরু হয়েছে দ্বিতীয় তরঙ্গ। অ্যাডিলেটের একটি কোয়ারেন্টিন হোটেল থেকে আবারো ছড়িয়ে পড়েছে করোনা। এই নিয়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
করোনার দ্বিতীয় তরঙ্গ থেকে বাঁচতে স্থানীয় স্কুল এবং দোকান বন্ধ রাখা হয়েছে। সাউথ অস্ট্রেলিয়ার মেলবোর্নেও সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে। ২০ হাজার ৩০০শরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮০০ জন। এর আগে চার মাস লকডাউন ছিলো শহরটিতে।
ভিক্টোরিয়াতেও একটি কোয়ারেন্টিন হোটেল থেকে করোনা ছড়িয়েছে। গেল মার্চে মাস থেকেই সীমান্ত বন্ধ করেছে অস্ট্রেলিয়া। তবে যারা অস্ট্রেলিয়ার নাগরিক তারা দেশে আসতে পারবে। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: