অস্ট্রেলিয়ার সিডনিতে তাপদাহের রেকর্ড
প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২০ ২৩:১১
আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ০৬:৩৭

প্রভাত ফেরী: অস্ট্রেলিয়ায় এখনও আনুষ্ঠানিকভাবে গ্রীষ্ম মওসুম শুরু হয়নি। কিন্তু দিন কয়েক বাকি থাকতেই সিডনি শহরে ব্যাপক তাপদাহ শুরু হয়েছে। গত গ্রীষ্মের শেষে দেশটিতে দাবানল দেখা গিয়েছিল যা ভয়ংকর রূপ নিয়েছিল। এবার মওসুম শুরুর আগেই এমন তাপদাহ বড় বিপর্যয় ডেকে আনে কী না, সেই আশঙ্কা করা হচ্ছে।
অঞ্চলটিতে বয়ে যাওয়া তাপদাহে অতিষ্ঠ হয়ে সমুদ্র সৈকতে ভিড় বাড়িয়েছে মানুষ। অস্ট্রেলিয়ার সিডনি শহরের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের অবজারভেটরি পার্কের তাপমাত্রা ১৯৬৭ সালে রেকর্ড করা হয়েছিল ২৪ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা উঠেছে ৩০ ডিগ্রী সেলসিয়াসে। চলতি নভেম্বর মাসের গত রাতটি সবচেয়ে উষ্ণতম রাত হিসেবে রেকর্ডভূক্ত হয়েছে। এ ছাড়া দিনের বেলায় এ তাপমাত্রা ৪০ ডিগ্রীতে ওঠানামা করছে।
আবহাওয়া দপ্তরের (বিওএম) কর্মকর্তা অ্যান্ড্রু ওয়াটকিনস বলেন, নভেম্বর মাসটি বেশ কয়েকটি দিক থেকে বেশ অস্বাভাবিক মনে হচ্ছে। স্বাভাবিকের তুলনায় অর্ধেক বৃষ্টিপাত কম হচ্ছে। এবারের নভেম্বর মাসটি সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে রেকর্ডভূক্ত হতে যাচ্ছে। বিশ্লেষকদের ধারণা, এরপরে যদি এই রেকর্ড ভাঙা হয় তাহলে তা জনজীবনকে চরম বিপর্যয়ে ফেলবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: