অর্ডার অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশী কাজী খালেকুজ্জামান আলী


প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২২ ০০:৪১

আপডেট:
৩০ জানুয়ারী ২০২২ ০২:২১

 

২০২২ সালে OAM শ্রেণীতে “অর্ডার অফ অস্ট্রেলিয়া” অ্যাওয়ার্ড পেয়েছেন মুসলিম সিমিট্রি বোর্ড, সিডনির চেয়ারম্যান কাজী খালেকুজ্জামান আলী। মুসলিম কমিউনিটিতে অবদান রাখার জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

কাজী খালেকুজ্জামান আলী এর জন্ম বাংলাদেশের কুমিল্লায়। ছেলেবেলা কেটেছে জলপাইগুড়িতে। তারপর, স্কুলজীবন কেটেছে কুমিল্লায় ও ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। এরপর, নটরডেম কলেজ থেকে গ্রাজুয়েশন করার পর উচ্চা শিক্ষার জন্য ১৯৭০ সালে তিনি স্কটল্যান্ডের ডান্ডিতে গমন করেন। ১৯৭০ এর দশক জুড়ে ইংল্যান্ডে বসবাস করার পর ১৯৮১ সালে তিনি অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে অভিবাসন করেন। মূলত তখন থেকেই তিনি সিডনির মুসলিম কমিউনিটির সঙ্গে নানা রকম কর্ম-কাণ্ডে সম্পৃক্ত হয়ে পড়েন।

২০১৮ সালে, কাজী আলী কেম্পস ক্রিক ক্যাথলিক কবরস্থানে মুসলমানদের জন্য ৪৫০০টি অত্যাবশ্যকীয় দাফন প্লট প্রদানের জন্য ক্যাথলিক মেট্রোপলিটন কবরস্থান ট্রাস্টের পিটার ও'মেরার সাথে একটি চুক্তি সম্পাদন করেন।

কাজী আলী শুধু দাফনের জায়গার ব্যবস্থা নয় বরং মৃত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দিয়ে পাশে থেকেছেন এবং মৃতদেহ ধোয়া ও প্রস্তুত করতে শিখেছেন। 

সূত্রঃ সিডনি মর্নিং হেরাল্ড


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top