মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২২ ২৩:৪৪

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২২:২০

 

পবিত্র রমজান মাস উপলক্ষে অস্ট্রেলিয়ার মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি এক বার্তায় মুসলিম কমিউনিটির আনন্দ এবং বিশ্বাস দৃঢ় হওয়ার ব্যাপারে শুভকামনা জানান।

এ বার্তায় বলা হয়, অস্ট্রেলিয়ায় সকল ধর্মের অনুসারীরা একত্রে বসবাস করে, তাদের বিশ্বাস অনুশীলন করে এবং প্রত্যেক ব্যক্তির মানবিক মর্যাদাকে মূল্য দেয়। এ ঐতিহ্য ও শিক্ষাগুলোর মাধ্যমে আমরা আবারো প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে পেরেছি। আমরা পরস্পরের প্রতি সহযোগিতা এবং প্রার্থনা অব্যাহত রেখেছি।

রমজানের মাধ্যমে, ইসলাম সহানুভূতি, সংযম, ত্যাগ এবং সহনশীলতার একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রচার করে। গত দুই বছরের কঠিন সময়ে পারস্পারিক সুরক্ষায় আপনাদের প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী হিসেবে আমি কৃতজ্ঞ। মুসলিম অস্ট্রেলিয়ান এবং মুসলিম কমিউনিটি মহামারীকালে তাদের ভূমিকা পালন করে একটি উদাহরণ স্থাপন করেছে। দৃঢ় ও ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা বেড়ে উঠছি। আত্মবিশ্বাস, সাহস এবং প্রত্যাশা নিয়ে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি।   


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top