পাকিস্তানি সমর্থকদের জন্য অস্ট্রেলিয়ার ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৯
আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ১৭:১৭

পাকিস্তানি সমর্থকদের জন্য অ্যালকোহল-মুক্ত জোনের ঘোষণার পর ম্যাচ দেখতে টিকিট কিনেছেন ১৮ হাজারের বেশি মানুষ।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট মানেই যেন গ্যালারি-ভর্তি দর্শক এবং সেসব দর্শকের হাতে বিয়ারের গ্লাস খবুই পরিচিত দৃশ্য। তবে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এমন দৃশ্য খুব বেশি চোখে পড়বে না। মূলত পাকিস্তানি সমর্থকদের স্টেডিয়ামে টানতে অ্যালকোহল নিষিদ্ধ দুইটি জোন রাখার সিদ্ধান্ত পার্থ স্টেডিয়াম কর্তৃপক্ষের।
চার বছর পর পাকিস্তান দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে।
৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ পার্থে, আগামী ১৪ ডিসেম্বর। এ ম্যাচে শুরুতে দর্শক আগ্রহ কম ছিল, এরপর স্টেডিয়ামে পাকিস্তানি সমর্থকদের জন্য অ্যালকোহল-মুক্ত জোনের ঘোষণার পর এরই মধ্যে ম্যাচ দেখতে টিকিট কিনেছেন ১৮ হাজারের বেশি মানুষ।
পাকিস্তানের ড্রেসিংরুমকে ঘিরে ‘পাকিস্তান বে’ নামের দুইটি আলাদা জোন থাকবে গ্যালারীতে। যা সম্পূর্ণ অ্যালকোহল-মুক্ত রাখা হবে।
মূলত পরিবার নিয়ে যাতে নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারেন সমর্থকরা, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ।
এছাড়া সমর্থকদের নিয়ে টেস্টের প্রথম দিন একটি পদযাত্রা করবে স্টেডিয়াম কর্তৃপক্ষ। পদযাত্রাটি বিখ্যাত সাইলানি অ্যাভিনিউ থেকে শুরু হয়ে স্টেডিয়ামের গেটে গিয়ে শেষ হবে। পাকিস্তানি ক্রিকেটার হাসান আলী ও সাইম আইয়ুব এই শোভাযাত্রায় অংশ নিতে পাকিস্তানের সমর্থকদের আহ্বান জানিয়েছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: