সিডনির চার্চে ছুরি হামলা, আহত ৪ জন
প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৪ ১৮:০৮
আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ১৬:৪৮

অস্ট্রেলিয়ার সিডনিতে ফের ছুরি হামলার ঘটনার ঘটেছে। এবার শহরের একটি চার্চের বিশপ এবং উপাসকদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে হামলাকারী। এতে চারজন আহত হয়েছেন। দুদিন আগেও শহরের একটি মলে ভয়ঙ্কর ছুরি হামলায় ছয়জন নিহত হয়েছে।
স্কাই নিউজ অস্ট্রেলিয়ার খবরে বলা হয়েছে, ওয়াকেলি গির্জায় এই ঘটনায় চারজনকে ছুরিকাঘাত করা হয়েছে।
ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সিডনির ওয়াকেলির একটি গির্জার লাইভ স্ট্রিম ফুটেজে দেখা গেছে একজন সন্দেহভাজন বিশপ মার মারি ইমানুয়েলকে ছুরিকাঘাত করছে৷ ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
চারজন রোগীর মধ্যে একজনের বয়স ৬০ এর কোটায়, একজন ৫০ এর কোটায়, একজন ৩০ এর কোটায় এবং আরেকজন ২০ এ কোটায়। চারজেই চিকিত্সাধীন।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফোর্স নিশ্চিত করেছে, বেশ কয়েকজন লোককে ছুরিকাঘাত করা হয়েছে এমন রিপোর্টের পর পুলিশি অভিযান চলছে। ক্ষতিগ্রস্থদের প্যারামেডিকদের মাধ্যমে চিকিত্সা করানো হচ্ছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: