ডিম বালক’কে লাথি মারা ব্যাক্তিকে খুঁজছে অস্ট্রেলিয়ার পুলিশ


প্রকাশিত:
৯ এপ্রিল ২০১৯ ০০:৪৬

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২০:১০

ডিম বালক’কে লাথি মারা ব্যাক্তিকে খুঁজছে অস্ট্রেলিয়ার পুলিশ

অভিবাসী মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্যকারী অস্ট্রেলিয়ার এক রাজনীতিবিদের মাথায় ডিম ছুড়ে মেরে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠে কিশোর উইল কন্নোল্লি। এ ঘটনার পর 'ডিম বালক' হিসেবে ব্যাপক পরিচিত পায় কিশোরটি। তবে ওই হামলার পরপরই এক ব্যক্তি 'ডিম বালক'কে লাথি মারে। এই ব্যক্তিকে খুঁজছে অস্ট্রেলিয়ার পুলিশ। 



ওই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্তের জন্য তাকে খোঁজা হচ্ছে বলে সংবাদ মাধ্যম এএপি'র এক প্রতিবেদনে জানানো হয়েছে। 



গত মার্চ মাসের ১৬ তারিখে অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রাসারকে ডিম মারার ঘটনাটি ঘটে। সে সময় ১৭ বছর বয়সী উইল কন্নোল্লি সিনেটর ফ্রাসারের মাথায় ডিম ভাঙে। 





 

এর আগে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলার বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন সিনেটর ফ্রাসার। সিনেটর ফ্রাসারের এ ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই ঘটনা ঘটায় উইল কন্নোল্লি। সে সময় কন্নোল্লিকে লাথি মেরেছিল এক লোক। সোমবার ভিক্টোরিয়ার পুলিশ ওই লোকটির একটি ছবি প্রকাশ করেছে।



পুলিশ বলছে, লোকটি কন্নোল্লিকে বেশ কয়েকবার লাথি মেরেছিল। সে সময় ফ্রাসারের সমর্থকরা (ডানপন্থি) কিশোরটিকে চেপে ধরে। ওই ঘটনার তদন্ত করছে পুলিশ। কন্নোল্লি ও ফ্রাসারকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top