মেলবোর্নের নাইটক্লাবে হামলা, নিহত ১


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০১৯ ১১:৪২

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৩১

মেলবোর্নের  নাইটক্লাবে হামলা, নিহত ১

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের একটি জনপ্রিয় নাইটক্লাবের বাইরে  গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত ও তিন জন গুরুতর আহত হয়েছে।



রবিবার (১৪ এপ্রিল) ভোর রাতে মেলবোর্নের লাভ মেশিন নাইটক্লাবে এই ঘটনা ঘটেছে।



পুলিশ জানিয়েছে, রাত ৩টা ২০ মিনিটের দিকে ক্লাবের বাইরে হামলার ঘটনা ঘটে। হামলায় আহত  চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। আহত অপর তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।





 

হামলার পরপর কালো রঙের একটি ব্যক্তিগত গাড়ি ওই এলাকা ছেড়ে চলে যায়। পরে মেলবোর্নের উত্তরে এটিকে জ্বলন্ত অবস্থায় পাওয়া যায়। হামলার সঙ্গে এর সংশ্লিষ্টতা খুঁজে দেখছে পুলিশ।



পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এর সঙ্গে সন্ত্রাসবাদী হামলার যোগসূত্র আছে কিনা তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top