সিডনিতে স্ত্রীকে হত্যা করে ট্রিপল জিরোতে ফোন দেওয়া বাংলাদেশি নিজেকে নির্দোষ দাবী করছে
প্রকাশিত:
১৭ এপ্রিল ২০১৯ ১৫:২৬
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২০:০৫

স্ত্রী খন্দকার ফারহা ইলাহিকে হত্যার দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান স্হায়ী বসিন্দা শাহাব আহমেদ নিজেকে নির্দোষ দাবী করছে। আজ ১৭ এপ্রিল নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের শুনানীতে তিনি এই দাবী করেন।
২০১৭ সালের ফেব্রুয়ারীতে তিনি প্যারামাটা ফ্ল্যাটে স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে ট্রিপল জিরোতে করে ফোন করে ঘটনা অবহিত করে। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। উভয় পক্ষের আইনজীবীরা একমত যে, দম্পতির বন্ধু ওমর খানের সঙ্গে স্ত্রী ফারহা ইলাহি গোপন পরকীয়া কারনে উভয়ে মধ্য দ্বন্দ্বের সূত্রপাত থেকে এই হত্যাকান্ড সংগঠিত হয়।আগামী ২৩ এপ্রিল মঙ্গলবার বিচারপতি মনিকা শ্মিটের বেঞ্চে আবার শুনানী শুরু হবে।
ছবি: 7 News
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: