ব্রিসবেনে ভয়ংকর অগ্নিকান্ডে ভবন ভস্মীভূত: পুরো শহর ধোঁয়ায় আচ্ছন্ন


প্রকাশিত:
২ মে ২০১৯ ১৩:০২

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২০:০৫

ব্রিসবেনে ভয়ংকর অগ্নিকান্ডে ভবন ভস্মীভূত: পুরো শহর ধোঁয়ায় আচ্ছন্ন

 



আজ ২ মে ২০১৯ তারিখ বৃহস্পতিবার ভোরবেলায় ব্রিসবেনের দক্ষিণাঞ্চলের এক দ্বিতল ভবনে আগুন লেগে যায়। এই ভবনটির আটটি ইউনিট বোর্ডিং হাউজ বা দীর্ঘমেয়াদী ভাড়ার অস্থায়ী আবাসন হিসেবে ব্যবহৃত হতো। এ অগ্নিকান্ডের সময় ভবনটিতে অবস্থিত সব কয়টি ইউনিট আগুনে পুড়ে যায় এবং পার্শ্ববর্তী একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ফলে উৎপন্ন প্রচুর ধোঁয়া এ সময় পুরো ব্রিসবেন শহরেই ছড়িয়ে পড়ে।



ভালচার স্ট্রিটে অবস্থিত ভবনটির আগুন নেভাতে এ সময় অন্ততপক্ষে ৩৬ জন অগ্নিনির্বাপনকর্মী ঝাপিয়ে পড়ে। স্থানীয় পুলিশ ইনস্পেক্টর স্টিভ ফ্লোরি জানিয়েছেন, ভবনটিতে যারা বসবাস করতেন তাদের সবারই খোঁজ পাওয়া গিয়েছে এবং সবাই নিরাপদে আছেন।



অগ্নিনির্বাপনের সময় ঘটনাস্থলে দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরা এবং চিকিৎসাকর্মীরা উপস্থিত ছিলেন। আগুন নেভাতে গিয়ে আহত একজন দমকল কর্মীকে কুইনসল্যান্ড এম্বুলেন্সের প্যারামেডিকরা হাসপাতালে নিয়ে যায়।



এই বোর্ডিং হাউজটি ব্রিসবেন স্টেট স্কুলের কাছেই অবস্থিত। সকালে আগুন নেভানোর পর বাতাসে স্বাস্থ্যঝুঁকির মাত্রা পরীক্ষা করে বিপদজনক কিছু না পাওয়ার পর স্কুলের স্বাভাবিক কার্যক্রম বহাল রাখা হয়েছে।



আগুনে পুড়ে যাওয়া বোর্ডিং হাউজটিতে প্রখ্যাত ইন্ডিজিনাস গায়িকা এমিলি ওয়ারামুরা গত ছয়মাস যাবত তার শিশুসন্তানসহ পরিবারের অন্য সদস্যদের সাথে বসবাস করে আসছিলেন। তিনি জানান ভোর ছয়টার দিকে তার প্রতিবেশীর বাসায় অগ্নিকান্ড ও ধোঁয়ার সতর্কীকরণ যন্ত্র স্মোক এলার্মের তীব্র শব্দে তারা বিপদ টের পান। তার পরিবারের সবাই এবং অন্য প্রতিবেশীরাও নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন, তবে তার অনেক মুল্যবান পারিবারিক সম্পদ ও জিনিসপত্র আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে।



অগ্নিকান্ডের সময় পার্শ্ববর্তী একটি নার্সিং হোমে বসবাসকারী ত্রিশ জন মানুষকেও নিরাপদস্থানে নিয়ে যাওয়া হয়েছে। দমকলবাহিনী এবং পুলিশ সদস্যদের ভাষ্যে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি তবে তদন্ত শেষে শীঘ্রই এর কারণ প্রকাশ করা হবে বলে তারা জানিয়েছেন।



স্থানীয় বাসিন্দাদের মতে খুব দ্রুত দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করাতে পার্শ্ববর্তী অনেকগুলো ভবন আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে বেঁচে গিয়েছে। তবে অল্প সময়ের আগুনই প্রকান্ড আকার ধারণ করে তখন প্রচুর ধোঁয়া উৎপন্ন করেছে।



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top