রোগীদের সাথে যৌন অপরাধের দায়ে সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক অভিযুক্ত 


প্রকাশিত:
১৬ মে ২০১৯ ১১:৩২

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৩৬

রোগীদের সাথে যৌন অপরাধের দায়ে সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক অভিযুক্ত 

সিডনির বাংলাদেশি বংশোদ্ভূত একজন চিকিৎসক তার কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে যৌন অসদাচরণের অভিযোগে গত ১৪ মে আদালতে অভিযুক্ত হয়েছেন। বাষট্টি বছর বয়স্ক শরীফ ফাত্তাহ নামের এই চিকিৎসকের বিরুদ্ধে প্রাথমিকভাবে ত্রিশটি অভিযোগ আনা হয়েছিলো। সিডনি ডিস্ট্রিক্ট কোর্টের জুরীবৃন্দ নয়দিন বিস্তারিত পর্যালোচনার পর এর মাঝে বারোটি অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিলেও অন্য আঠারোটি অপরাধের দায়ে তাকে অভিযুক্ত করেছে। 

 অভিযুক্ত শরীফ ফাত্তাহ ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে ছয় মাস মেয়াদে সিডনির ক্যামডেন হেলথ কেয়ার সেন্টারে জিপি বা সাধারণ চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। এই সময়কালের ভেতরে তার কাছে চিকিৎসা সেবা নিতে গিয়ে যৌন নিগ্রহের শিকার হওয়ার অভিযোগ এনেছে ১৯ থেকে ৪০ বছর বয়সসীমার ভেতরে থাকা সর্বমোট ষোলজন নারী। 

এসব রোগীরা বিভিন্ন সময় র‌্যাশ, বুকে ইনফেকশন, পিঠে ব্যাথা, ভিটামিন স্বল্পতা সহ নানা উপসর্গ ও সমস্যার চিকিৎসা নিতে তার কাছে গেলে তিনি প্রয়োজন ছাড়াই তাদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশ নিজের যৌনতৃপ্তির উদ্দেশ্যে স্পর্শ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। 

বয়স্ক এই চিকিৎসক যদিও আদালতে বলেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয় এবং তার কাজগুলো চিকিৎসার অংশ হিসেবে যথাযথ ছিলো, তথাপি অনেক নারী রোগীর মেডিক্যাল রেকর্ডে এইসব কাজের বিবরণ যথাযথভাবে নথিবদ্ধ করা হয়নি। 

সমস্ত দলীল, প্রমাণ ও স্বাক্ষ্য বিবেচনার পর জুরীবৃন্দ তাকে আঠারোটি অপরাধে অভিযুক্ত করেছে, যার মাঝে অনুমতি ছাড়াই চিকিৎসাধীন নারী রোগীর সাথে যৌন সম্পর্ক স্থাপনের মতো অপরাধও রয়েছে। 

বর্তমানে শরীফ ফাত্তাহর কোন বৈধ ভিসা না থাকাতে তাকে ভিলাউড ডিটেনশন সেন্টারে অন্তরীণ রাখা হয়েছে। তার অপরাধের পরবর্তী বিচারপ্রক্রিয়া আদালতে ১৭ মে তারিখ থেকে আরম্ভ হওয়ার কথা রয়েছে।  

ছবিঃ নাইন নিউজ


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top