অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে লিবারেল-ন্যাশনাল জোট জয়ী
প্রকাশিত:
১৯ মে ২০১৯ ১৬:৪০
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২০:১৫

অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট জয় পেয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় ভোট শেষ হয়।
৭০ শতাংশেরও বেশি ভোট গণনার পর দেখা যায় ক্ষমতাসীন জোট জয় পেয়েছে অথবা এগিয়ে আছে, সংখ্যাগরিষ্ঠতার জন্য ৭৬টি আসন প্রয়োজন হলেও তারা ৭৪টি আসন পেতে যাচ্ছে।
অপরদিকে প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি ৬৬টি আসন পেতে যাচ্ছে। আগামী কয়েক ঘণ্টা পর চূড়ান্ত ফলাফল জানা যাবে।
এর আগে নির্বাচনী জরিপগুলোতে লেবার পার্টি এগিয়ে ছিল এবং তারাই ক্ষমতায় আসছে বলে আভাস দিয়েছিল জাতীয় গণমাধ্যমগুলো। কিন্তু সবাইকে অবাক করে মরিসনের লিবারেল-ন্যাশনাল জোট ক্ষমতা ধরে রাখল।
তার নেতৃত্বাধীন জোটকে পুনর্নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী মরিসন।
প্রকাশিত আংশিক ফলাফলে লিবারেল-ন্যাশনাল জোট এগিয়ে থাকার খবর আসার পর সমর্থকদের মরিসন বলেছেন, তিনি ‘সবসময় মিরাকলে বিশ্বাস করেন’।
বিরোধীদল লেবার পার্টির নেতা বিল শর্টেন পরাজয় মেনে নিয়ে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুথ ফেরত জরিপগুলোতেও ছয় বছর পর অল্প ব্যবধানে লেবার দল জয় পেতে যাচ্ছে বলে আভাস দেওয়া হয়েছিল, কিন্তু তা ফলাফলে প্রতিফলিত হয়নি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: