মেলবোর্নে হাসপাতালের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ
প্রকাশিত:
২২ মে ২০১৯ ১৬:৪৭
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৩৮

মাত্র নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর পর তার পিতামাতা ও পরিবারের সদস্যরা শিশুটির যথাযথ চিকিৎসার ক্ষেত্রে হাসপাতাল কর্মীদের অবহেলার অভিযোগ এনেছেন। গত ১৬ মে বৃহস্পতিবার সন্ধ্যায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ এবং তাদের প্রতি সহানুভূতিশীল মানুষেরা এপিং এ অবস্থিত নর্দার্ন হসপিটালের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে ভিজিল এবং প্রতিবাদমূলক অবস্থান নেয়।
ভারতীয় বংশোদ্ভুত এই পরিবারটির নয়মাস বয়সী পুত্র সন্তান জাহান সিং সম্প্রতি অসুস্থ হয়ে পড়াতে তাকে প্রথমে নর্দার্ন হসপিটাল এবং পরবর্তীতে রয়েল চিলড্রেনস হসপিটালে চিকিৎসা দেয়া হয়। এ সময় মাত্র তিনদিন পরেই সে মৃত্যুবরণ করে।
শিশুটির বাবা নির্পল সিং এবং মা তাভলিন কাউর জানান, যে পরিস্থিতির কারণে বাচ্চাটি মারা গেছে তা অসহনীয় এবং হৃদয়বিদারক। তারা বলেন, নর্দার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চাটির যে সেবা পাওয়া দরকার ছিলো, হাসপাতালকর্মীরা তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের অবহেলা এবং সময়ক্ষেপনের মুখে অসহায়ভাবে অপেক্ষা করা ছাড়া পরিবারটির আর কিছু করার ছিলো না বলে তারা জানায়।
বাচ্চাটির মা তাভলীন বলেন, যদি আমার সন্তানকে যথাযথ চিকিৎসা দেয়া হতো তাহলে সে আজও এই পৃথিবীতে থাকতো। আমরা এই ঘটনায় ন্যায়বিচার চাই এবং শেষ মুহুর্ত পর্যন্ত আমরা এর প্রতিকারের জন্য লড়াই করতে প্রস্তুত। তিনি বর্তমানে কর্তৃপক্ষের কাছ থেকে শিশুটির চিকিৎসাধীন থাকা অবস্থার পুরো সময়কালের ঘটনা ও পদক্ষেপগুলোর বিস্তারিত পর্যালোচনা এবং তদন্তের দাবী জানান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: