অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের  সংসদে মুসলিমদের জন্য ইফতারের  আয়োজন


প্রকাশিত:
২৭ মে ২০১৯ ০৬:১২

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:২৬

অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের  সংসদে মুসলিমদের জন্য ইফতারের  আয়োজন

গত ২২ মে বুধবার নিউ সাউথ ওয়েলস সংসদ ভবনে  প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিন এমপি   ইফতার ও ডিনারের আয়োজন করেন।  নিউসাউথ ওয়েলস রাজ্য  সরকার প্রতিবছরই মুসলিম কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানে ইফতারের আয়োজন করে  থাকে । ২০০৪ সালে নিউসাউথ ওয়েলস রাজ্যে এ ইফতার ডিনারের আয়োজনের সংস্কৃতি শুরু করেন সাবেক প্রিমিয়ার বব কার। 



 ইফতারে আয়োজনে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের নতুন মাল্টিকালচারাল মন্ত্রী এন্থনি জন সিদতি এমপি, অন্তর্বতীকালীন বিরোধী দলীয় নেতা পেনি শার্প এমপি, নিউ সাউথ ওয়েলস সংসদের মুসলিম এমপি জিহাদ দীব, মন্ত্রী সভার সদস্য, সংসদ সদস্য সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।ইফতারে মুসলিম কমিউনিটির বিশিষ্টজন ছাড়াও বিভিন্ন ধর্মের প্রায়  কয়েক শতাধিক অতিথি উপস্হিত  ছিলেন। 







ইফতারের পর দেওয়া  বক্তব্যে শুরুতেই আহলান সাহলান এবং আসলামু আলাইকুম বলে প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিন উপস্হিত সকলকে স্বাগত জানান। এই সময় তিনি ক্রাইস্ট চার্চে মসজিদে হামলার ঘটনায় স্ত্রীকে হারানো বাংলাদেশী ফরিদ আহমেদের বক্তব্য " এই সব সত্ত্বেও (হত্যাকান্ড)  আমি বন্দুকধারীকে ঘৃণা করি না, আমি ভালোবাসাকে বেছে নিয়েছি এবং আমি তাকে ক্ষমা করে দিয়েছি" উদ্বৃতি দিয়ে বলেন, এটাই ইসলামের সত্যিকারের মূল্যবোধ। 





মাল্টিকালচারাল মন্ত্রী এন্থনি জন সিদতি বলেন, আমাদের সংবিধানে যে কোন ধর্ম পালনে পূর্ন  স্বাধীনতা রয়েছে। ভয়, ঘৃনা, বিদ্বেষ এবং  বিভক্তির প্রচেষ্টাকারী  সমাজের ক্ষুদ্র অংশকে আমরা সব সময় প্রত্যাখান করি। আজকে রাতে  আমরা কমিউনিটির বৈচিত্রতা  একসাথে উদযাপন করছি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top