ডারইউনে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
প্রকাশিত:
৫ জুন ২০১৯ ০৭:৩৭
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২০:০২

অষ্ট্রেলিয়ার ডারইউন শহরের একটি মোটেলে বন্দুকধারীর হামলায় অন্তত চার জন নিহত হয়েছে৷মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এক বন্দুকধারী শহরটির একটি মোটেলে ঢুকে গুলি চালালে অন্তত চারজন নিহত হয়৷ আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে পুলিশ ৷
ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৪৫ বছর বয়স্ক এক ব্যাক্তিকে আটক করেছে বলে জানা গেছে৷
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে অষ্ট্রেলিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এবিসি জানিয়েছে, শটগান হাতে হামলাকারী মোটেলটিতে প্রবেশ করে ও মোটেলটির বিভিন্ন দরজা লক্ষ করে গুলি ছুড়তে থাকে৷ এসময় হামলাকারি ‘অ্যালেক্স' নামে এক ব্যাক্তিকে খুঁজছিলেন বলেও সংবাদমাধ্যমটিতে জানানো হয়েছে৷
জন রোজ নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী এবিসিকে জানায়, ‘‘সে (হামলাকারী) সবগুলো রুমে গুলি করেছে৷ সবগুলো রুমেই গিয়েছে সে, এ সময় সে কাউকে খুঁজছিল৷'' হামলা শেষে বন্দুকধারী ব্যাক্তি টয়োটা ব্যান্ডের একটি পিক-আপে করে ঘটনাস্থল ত্যাগ করেছে বলে জানান জন৷
এদিকে ঘটনার পর হামলাকারীকে আটক করতে প্রায় একঘন্টা ব্যাপী অভিযান চালায় স্থানীয় পুলিশ৷ এ সময় ৪৫ বছর বয়স্ক এক ব্যাক্তিকে পুলিশ আটক করে৷ তবে আটককৃত ব্যাক্তি হামলাকারী কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷
তবে পুলিশ বলছে তারা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছে না৷
এদিকে হামলার ঘটনার নিন্দা জানিয়ে লন্ডনে সফররত অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ডারউইনের বাসিন্দারা সংঘবদ্ধ একটি গোষ্ঠি৷ হামলার এ ঘটনা তাঁদের মারাত্বক বিচলিত করবে৷
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: