কারাগার কষ্টে আছেন অ্যাসাঞ্জ, ফাঁস হলো ছবি


প্রকাশিত:
৭ জুন ২০১৯ ১৬:৪৬

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২০:২৯

কারাগার কষ্টে আছেন অ্যাসাঞ্জ, ফাঁস হলো  ছবি

অনেক তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে আগুন লাগিয়ে দেয়া উইকিলিকস-এর সহপ্রতিষ্ঠাতা এবং অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান্স অ্যাসাঞ্জ কারাগারে বেশ কষ্টে আছেন। হাইসিকিউরিটি কারাগার থেকে তার সাম্প্রতিক ছবি ফাঁস করেছেন কয়েকজন সহবন্দি। তারা জানান, অ্যাসাঞ্জ অনেক শুকিয়ে গেছেন। ওজনও কমে গেছে অনেক। ছবিতেও দেখা যাচ্ছে, বেশ কৃশকায় হয়ে গেছেন দক্ষিণ লন্ডনের বেলমার্শ কারাগারে বন্দি অ্যাসাঞ্জ। আরটি



কারাবন্দি অ্যাসাঞ্জের ছবি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল নিউজ আউটলেট দ্য গেটওয়ে পান্ডিট। ফটোগ্রাফারের নাম প্রকাশ না করলেও তারা জানিয়েছে, ওই বন্দি কন্ট্রাব্যান্ড মোবাইল ফোনে অ্যাসাঞ্জের ছবি তুলেছেন। এসময় অ্যাসাঞ্জ বলেছেন, ‘মানুষ জানতে আগ্রহী, আমেরিকা আসলে আমার কাছে কী চায় ।‘



গেটওয়ে পান্ডিট-এর রিপোর্টার ক্যাসান্ড্রা ফেয়ারব্যাংকস বলেছেন, বুধবার রাতে বেলমার্শ হাইসিকিউরিটি কারাগারে ওই বন্দির সাথে তার ম্যাসেজ বিনিময় হয়েছে। তারা একমত হয়েছেন, প্রাইভেসি নষ্ট হবে, এমন ছবি প্রকাশ করা হবে না।



ছবির বর্ণনা নিয়ে ক্যাসান্ড্রা বলেন, একটি ছোট্ট সেলে পাতলা একটি নীল ম্যাট্রেসে ঘুমান জুলিয়াস অ্যাসাঞ্জ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top