স্তন্যপায়ী প্রাণীকে খেয়ে ফেলল মাকড়সা!
প্রকাশিত:
৩ জুলাই ২০১৯ ০৭:২০
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৫১

গল্প নয়, একেবারেই সত্যি। নিজের থেকেও বড় মাপের একটি জন্তুকে খেয়ে ফেলল একটি শিকারি মাকড়সা! চোখের সামনে সেই ঘটনা ঘটতে দেখলেন এক দম্পতি। ঘটনাটি অস্ট্রেলিয়ার দ্বীপরাজ্য তাসমানিয়ার। ওই দম্পতি ঘটনাটির ছবিও তুলেছেন। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অজস্র নেটিজেন তাতে মন্তব্য করেছেন।
ঠিক কী ঘটেছিল? জাস্টিন ল্যাটন ও তাঁর স্বামী মাউন্ট ফিল্ড জাতীয় উদ্যানের একটি বাংলোতে ছিলেন। সেখানেই এ ঘটনাটি প্রত্যক্ষ করেন তাঁরা। জাস্টিনের স্বামী দুটি ছবি তুলেছেন। ছবি দুটি ফেসবুকের একটি গ্রুপে শেয়ার করেন জাস্টিন। ওই গ্রুপটি তাসমানিয়ার বিভিন্ন প্রজাতির মাকড়সা-পোকামাকড় নিয়ে কাজ করে।
এদিকে জাস্টিনের স্বামীর তোলা দুটি ছবি ফেসবুকে পোস্ট হতেই কমেন্টের বন্যা বয়ে যায়। অস্ট্রেলিয়ান মিউজিয়ামের আর্কোলজিক্যাল সংগ্রহশালার ব্যবস্থাপক গ্রাহাম মিলেজ বলেন, ‘এই প্রথমবার তিনি এই জাতীয় জন্তুকে শিকার হিসেবে দেখছেন। এটি বিরল ঘটনা।’ কেউ লিখেছেন, ‘এমন ঘটনা জীবনে এই প্রথমবার দেখলাম।’ আবার কেউ লিখেছেন, ‘এত বড় শিকারি মাকড়সা এই প্রথমবার দেখলাম।’
তবে জাস্টিন বলেন, ‘এই অঞ্চলে এই ধরনের চার পায়ের জন্তু যথেষ্ট আছে। কিন্তু এত বড় মাকড়সা দেখতে পাওয়ার সুযোগ অত্যন্ত বিরল। আগে কখনো এত বড় মাকড়সা দেখিনি। এ ঘটনা খুবই অস্বাভাবিক। এই ধরনের শিকারি মাকড়সা মাঝেমধ্যে ছোট ছোট টিকটিকি, ব্যাঙ ধরে খায়। এভাবে এত বড় স্তন্যপায়ী প্রাণী কখনো ওদের স্বাভাবিক খাদ্য তালিকায় পড়ে না।’ সূত্র : আজকাল।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: