রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রেলিয়া- মারিস পেইন


প্রকাশিত:
৩ আগস্ট ২০১৯ ০৩:০৬

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৩৮

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রেলিয়া- মারিস পেইন

বৃহস্পতিবার আশিয়ান সম্মেলনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এ সম্মেলনে তিনি জানান, অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর রোহিঙ্গা সমস্যা ও মানব পাচার রোধে ৮০ মিলিয়ন ডলার সাহায্য প্রদান করবে।



১০ বছর মেয়াদে বরাদ্দকৃত অর্থ দক্ষিণ এশিয়ার মানবতাবিরোধী অপরাধ চক্রকে দমনের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ প্রদানের খাতে ব্যয় করা হবে।



মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতামূলক আচরণ ও গণহত্যা থেকে পরিত্রাণ পেতে ২০১৭ সালে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করে। এ সামরিক অভিযানকে জাতিসংঘ ‘জাতিগত নিধনযজ্ঞ’ হিসেবে আখ্যায়িত করেছে। বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গা সংখ্যা ১২ লাখ।



রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে এবং এ সংকট নিরসনে সহযোগিতা করার আশ্বাস দেন মারিস পেইন। এছাড়া তিনি বলেন, আশিয়ানের সদস্য দেশগুলোকে নিয়ে তিনি রোহিঙ্গাদের ফিরে যাবার ব্যাপারে আলোচনা করবেন এবং দ্রুত সমাধানের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করবেন।



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top