অস্ট্রেলিয়ায় ঈদ উদ্যাপিত হবে দুই দিনে
প্রকাশিত:
১১ আগস্ট ২০১৯ ০৭:১৩
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৫৭

প্রভাত ফেরী ডেস্ক: ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহা পালনের জন্য উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে অস্ট্রেলিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে। দেশটির চাঁদ দেখা কমিটি মুনসাইটিং অস্ট্রেলিয়ার ঘোষণা অনুযায়ী ১২ আগস্ট সোমবার ঈদ উদ্যাপিত হবে। এ দিন ঈদ উদ্যাপন করবে বেশির ভাগ মুসলিম।
দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের একাংশও ঈদ উদ্যাপন করবে সোমবার।
তবে প্রতিবারের মতো এবারও দেশটির মসজিদ ও ইমাম কাউন্সিলের ঘোষণা অনুযায়ী আগামীকাল রোববার (১১ আগস্ট) ঈদুল আজহা পালন করবে অনেক মুসলিম। রোববার দেশটির সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় ঈদ উদ্যাপন ও কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অনেকেই দিনটি বেছে নেবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: