অস্ট্রেলিয়ায় ঈদুল আযহা উদযাপন
প্রকাশিত:
১২ আগস্ট ২০১৯ ০১:৩০
আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ১২:২৬

অস্ট্রেলিয়ায় ঈদুল আযহা উদযাপন
প্রভাত ফেরী ডেস্ক: অস্ট্রেলিয়ায় আজ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে গেল পবিত্র ঈদুল আজহা। দিনের শুরুতে দেশটির মুসলমানেরা শরিক হন বিভিন্ন ঈদের জামাতে।
অস্ট্রেলিয়ায় বসবাসরত মুসলমান বাংলাদেশিরাও এদিন মেতে উঠেন ঈদের খুশিতে। সিডনিতে স্থানীয় বাংলাদেশিরা শুধু বাংলাদেশিদের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করেছেন, এমন নয়। তারা আরো বিভিন্ন দেশের মুসলমানদের সাথে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপ করেছেন।
অস্ট্রেলিয়ায় সিডনিতে খুব সকাল থেকেই ঈদের জামাত শুরু হয়। লাকেম্বা মাসালা, টপরাইড মসজিদ, হর্নসবি মসজিদ ও আল বায়ান রিজেন্টস পার্ক, চুল্লোরা পাবলিক স্কুল হল, কোগরাহ ও রকডেল মসজিদে জামাত অনুষ্ঠিত। এ ছাড়া সারিহিলস মসজিদ, ব্ল্যাকটাউন ঈদগাহ মাঠ, লাকেম্বার প্যারিপার্ক কমপ্লেক্স, সেফটন মসজিদ, ম্যারিকভিল টাউন হল সেন্টার, অলিম্পিক পার্ক গ্রাউন্ড, রুটিহিল মসজিদসহ আরও কিছু জায়গায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
অস্ট্রেলিয়ার মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন।
অন্যদিকে, বাংলাদেশের মতোই আজ সারা দিন প্রবাসী বাংলাদেশিরা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বাসায় বাসায় বেড়িয়েছেন, আড্ডায় মেতেছেন দীর্ঘ সময় নিয়ে। পাশাপাশি, দেশে বন্ধু পরিজনের সঙ্গে অনেকেই দিনভর ফোনালাপে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: