সিডনিতে ছুরি নিয়ে হামলার ঘটনায় নিহত ১
প্রকাশিত:
১৪ আগস্ট ২০১৯ ০১:০৫
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২০:০৭

সিডনিতে ছুরি নিয়ে হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এর আগে এক নারীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়ে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সিডনি সিটি সেন্টারের কাছে এ হামলা হয়। সিডনির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের কিং স্ট্রিটে এই ব্যক্তি হঠাৎই ছুরি নিয়ে পথ চলতি মানুষের ওপর হামলা শুরু করেন। খবর পাওয়ার পরেই পুলিশ গিয়ে তাঁদের গ্রেফতার করে। অস্ট্রেলিয়ার মিডিয়ায় সেই আক্রমণকারীর ছবি দেখানো হয়েছে। রান্নাঘরে ব্যবহারের ছুরি নিয়ে তাকে আল্লাহু আকবর এবং শুট মি বলতে শোনা গিয়েছে। পুলিশের মুখপত্র জানিয়েছেন, এরপরেই সেখানে পুলিশি তল্লাশি শুরু হয়ে যায়। সেখানকার পরিবহণ বিভাগ থেকে জানানো হয় তাঁরা যেন কিং স্ট্রিট এড়িয়ে চলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কিং স্ট্রিটে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
ছবিঃ সেভেন নিউজের ভিডিও ফুটেজ থেকে
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: