সিডনির ল্যাকেম্বায় বাংলাদেশী যুবকের ঝুলন্ত লাশ উদ্বার


প্রকাশিত:
২১ অক্টোবর ২০১৯ ১৯:২৮

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৪৬

সিডনির ল্যাকেম্বায় বাংলাদেশী যুবকের ঝুলন্ত লাশ উদ্বার

সিডনির ল্যাকেম্বা থেকে   মোঃ মহসিন মিয়া (৩২)  নামের এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।  ল্যাকেম্বার  কুইগ স্ট্রিট এর দারুল উলুম মসজিদ সংলগ্ন কনস্ট্রাকশান জোনের পিছনের অংশে  বিকালে আছর নামাজ পড়তে আসা কিছু মুসল্লি পিছনে অন্ধকার জায়গায় একটি লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।পুলিশের ধারনা করছে গতকাল রবিবার  দিনের কোন এক সময় মহসিন মিয়া গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে ।রবিবার ছুটির দিন বলে ভবনের এদিকটায় কোন লোকজন ছিল না।





প্রায় ১০ বছর আগে বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালি উপজেলার মোতরাপুর গ্রামের বাসিন্দা মহসিন জীবন ও জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমান । ৪ বোন ৩ ভাইয়ের মধ্যে মহসিন মেঝো। মালয়শিয়া, ইন্দোনেশিয়া হয়ে উত্তাল প্রশান্ত মহাসাগর ট্রলারে পাড়ি দিয়ে প্রায় ২০১৩  সালে সে অস্ট্রেলিয়াতে আসে এবং শরনার্থী ভিসায় আবেদন করে। বন্ধুদের বরাতে জানা যায় বেশ কিছুদিন পূর্বে তার সমস্ত আবেদন অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাতিল করে দিয়ে দেশে চলে যাওয়ার নির্দেশ প্রদান করে ,যার কারনে তার সমস্ত সরকারী সুযোগ সুবিধা যেমন মেডিকেয়ার, ওয়ার্ক পার্মিট ,অন্যান্য ভাতা বাতিল হয়ে যায় এবং  মানসিক ও শারীরিক ভাবে  ভেঙ্গে পড়ে।

অস্ট্রেলিয়াতে এর আগেও বেশ কয়েকজন অভিবাসনকামী শরণার্থী আত্মহত্যা  করেছেন। ২০১৬ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ নাউরুতে অস্ট্রেলিয়ার শরণার্থী শিবিরে আশ্রিত  রাকিব নামে  ২৬ বছরের এক বাংলাদেশি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top