সিডনীতে প্রাক্তন নটরডেমিয়ান ও তাঁদের পরিবারের মিলনমেলা ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২০ ২৩:৪৭
আপডেট:
২৬ জানুয়ারী ২০২০ ২২:৫৮

নটরডেম কলেজ বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান।
প্রথমবারের মত অষ্ট্রেলিয়াতে বসবাসরত প্রাক্তন নটরডেমিয়ান এবং তাঁদের পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ ফেব্রুয়ারী ২০২০ শনিবার, সিডনী’র Ryde Civic Hall এ। উক্ত অনুষ্ঠানে আমাদের সাথে যোগদান করবেন নটরডেম কলেজ ঢাকার বর্তমান অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সহ আরো ৪ জন সম্মানিত শিক্ষক।
এই মিলনমেলায় যে সকল প্রাক্তন নটরডেমিয়ান অংশহগ্রহন করতে চান তাদের দ্রুত www.ndcalumni.org.au ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ জানানো যাচ্ছে। রেজিস্ট্রেশন করার শেষ সময় ৩১ জানুয়ারী ২০২০।
অনুরোধক্রমে
ড. সাযিদুল ইসলাম (+61401753612)
ভারপ্রাপ্ত সভাপতি
নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া
-প্রেস বিজ্ঞপ্তি
বিষয়: নটরডেম কলেজ
আপনার মূল্যবান মতামত দিন: