করোনা আতঙ্কে অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি


প্রকাশিত:
১৯ মার্চ ২০২০ ২২:১০

আপডেট:
১৯ মার্চ ২০২০ ২২:১৬

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন    (ফাইল ছবি)

প্রভাত ফেরী: করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন। করোনা ভাইরাসের কারণে বুধবার দেশটিতে এ জরুরি অবস্থা জারি করা হয়। এছাড়া দেশটির নাগরিকদের আগামী ছয় মাস বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতেও আহ্বান জানিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, মানুষের সুরক্ষায় এ জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরকার ভাইরাসের বিস্তার রোধের ক্ষেত্রে সচেষ্ট হয়ে কোনো শহর বা এলাকা বন্ধ করে দিতে পারে, কার্ফুও জারি করতে পারে বলেও এসময় উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন এবং নিহত হয়েছেন ৬ জন। অন্যান্য দেশের তুলনায় মৃত্যুর সংখ্যা কম হলেও করোনা ঠেকাতে উদ্বিগ্ন হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


Top