সমকামী বিয়ের পক্ষে অস্ট্রেলিয়ার সংখ্যাগরিষ্ঠ নাগরিক


প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৭ ০৯:৩২

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:২২

সমকামী বিয়ের পক্ষে অস্ট্রেলিয়ার সংখ্যাগরিষ্ঠ নাগরিক

সমকামী বিয়ের বিষয়ে মতামত জানতে চালানো একটি জাতীয় জরিপে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে অস্ট্রেলিয়ার সংখ্যাগরিষ্ঠ নাগরিক। এর মধ্য দিয়ে  সমকামী বিয়ে বৈধতার পথে অস্ট্রেলিয়া অনেকটাই এগিয়ে গেল।



আজ  বুধবার জরিপের এই ফল প্রকাশিত হয়েছে।, ভোটের ফলের ভিত্তিতে পার্লামেন্টে আইন পাস হলে অস্ট্রেলিয়া হবে সমকামী বিয়েকে বৈধতা দেওয়া ২৬তম রাষ্ট্র।



ফল ঘোষণার দিন সিডনির প্রাণকেন্দ্রে একটি পার্কে জড়ো হন সমকামী বিয়ের পক্ষের হাজারো মানুষ। তাঁদের কেউ কেউ বিয়ের পোশাক পরে এসেছিলেন। পার্কে স্থাপন করা বিশাল পর্দায় তাঁরা অস্ট্রেলিয়ার প্রধান পরিসংখ্যান কর্মকর্তার ফল ঘোষণা শুনছিলেন। এ সময় অনেকেই আনন্দে আলিঙ্গন করেন এবং কেঁদে ফেলেন।



প্রাপ্ত ফল থেকে জানা যায়, ভোটারদের ৬১ দশমিক ৬ শতাংশ সমকামী বিয়ের পক্ষে ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট দেন ৩৮ দশমিক ৪ শতাংশ ভোটার।



স্বেচ্ছাকৃত এই ভোটের ওপর ভিত্তি করে আইন পাস করা বাধ্যতামূলক নয়। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ভোটের ফল ঘোষণার পরপরই বলেছেন, পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের শেষের দিকে বৈবাহিক সমতা নিয়ে একটি আইন পাসের জন্য পার্লামেন্টে উত্থাপন করবেন তিনি।



অস্ট্রেলিয়ায় ওই জরিপে অংশ নেয় ভোটদানে সক্ষম ৮০ শতাংশ লোক। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের আলাদা হওয়ার (ব্রেক্সিট) ভোট কিংবা আয়ারল্যান্ডে সমকামী বিয়ে নিয়ে আয়োজিত গণভোটের চেয়েও অস্ট্রেলিয়ায় বেশিসংখ্যক লোক ভোটাভুটিতে অংশ নেয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top