শিশু যৌন নিপীড়ন ঘটনায় অস্ট্রেলীয় আর্চবিশপের কারাদণ্ড
প্রকাশিত:
৫ জুলাই ২০১৮ ০৪:৪৯
আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ১৭:৫৫

অস্ট্রেলিয়ার একটি আদালত শিশু যৌন নিপীড়নের ঘটনা চাপা দেওয়ার অপরাধে ক্যাথলিক আর্চবিশপ ফিলিপ উইলসনকে একবছরের কারাদণ্ড দিয়েছে।
অ্যাডিলেইডের আর্চবিশপ ফিলিপ উইলসনই এখন ক্যাথলিক ধর্মগুরুদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি যৌন নিপীড়নের ঘটনা গোপন করায় শাস্তি পেলেন।
নিউ সাউথ ওয়েলসের একটি গির্জায় দায়িত্বে নিয়োজিত থাকার সময় গির্জার যাজক জেমস প্যাট্রিক ফ্লেচার শিশুদের যৌন নিপীড়ন করছেন- একথা জানার পরও সেটি গোপন করার অভিযোগে গত মাসে আদালত উইলসনকে দোষীসাব্যস্ত করে। ওই সময় তিনি জুনিয়র যাজক ছিলেন।
মঙ্গলবার আদালত উইলসনকে সর্বোচ্চ শাস্তি ১২ মাসের কারাদণ্ড দেন। তবে বয়স বিবেচনায় আদালত তাকের ‘গৃহবন্দি’ রাখার নির্দেশ দিয়েছে। এর অর্থ তাকে কারাগারে যেতে হবে না।
ছয় মাস সাজা ভোগের পর তিনি প্যারোলে মুক্তির আবেদন করতে পারবেন। দোষী সাব্যস্ত হলেও এখনো পদত্যাগ করেননি উইলসন।
গত মে মাসে আদালতে এটি প্রমাণ হয় যে, সহকর্মী ফ্লেচারের অপকর্মের কথা জানার পরও উইলসন তা প্রতিকারের চেষ্টা না করে বরং গির্জার ভাবমূর্তি রক্ষার জন্য ঘটনাটি চেপে যান।
৯টি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ২০০৪ সালে ফ্লেচারকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়। দুই বছর কারাভোগের পর তিনি কারাগারেই মারা যান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: