আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ফুটবলার কাহিল


প্রকাশিত:
১৭ জুলাই ২০১৮ ০৯:২৫

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৯:৪৩

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ফুটবলার  কাহিল

অস্ট্রেলিয়ান কিংবদন্তি ফুটবলার টিম কাহিল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।  সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিয়ে রাশিয়া বিশ্বকাপ শেষ হতেই এ ঘোষণা দিলেন তিনি।  অবসর নেয়ায় ৩৮ বছর বয়সী এ তারকার ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে থাকছে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পেরুর বিপক্ষে ম্যাচটি।





এ প্রসঙ্গে কাহিল টুইটারে লিখেন, ‘আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে সকারুদের হয়ে অফিসিয়ালি আজ বুট জোড়া তুলে রাখছি। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা আসলে কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না। সর্বত্র যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবার প্রতি অশেষ ধন্যবাদ।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top