ন্যাশনাল ব্যাংক থেকে বিকাশ সেবা


প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২১ ২২:১৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১২:১৬

 

প্রভাত ফেরী: বিকাশে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্ত থেকে বিনাখরচে টাকা আনতে পারবে বেসরকারি ন্যাশনাল ব্যাংকের প্রায় ২২ লাখ গ্রাহক।
দুই প্রতিষ্ঠান যৌথভাবে এই সেবা চালু করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়।
বিকাশে টাকা আনতে প্রথমে ন্যাশনাল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহককে নিজের বা প্রিয়জনের বিকাশ নাম্বার বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে।
এনবিএল আইপাওয়ার অ্যাপ দিয়ে ইন্টারনেট ব্যাংকিং এ লগ ইন করে গ্রাহক কয়েকটি সুনির্দিষ্ট ধাপে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন সহজেই।
প্রথমে ইন্টারনেট ব্যাংকিং আইডি ও পাসওয়ার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর ‘ফান্ড ট্রান্সফার’ থেকে ‘বিকাশ ট্রান্সফার’ অপশনে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার, টাকার পরিমাণ এবং বিবরণ লিখে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করে পছন্দের ওটিপি চ্যানেল বাছাই করতে হবে। এরপর ওটিপি কোড দিয়ে ‘সাবমিট’ বাটনে ট্যাপ করলেই তাৎক্ষণিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে।
লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন। বিকাশে টাকা আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top